মেহেরপুর কলেজ ছাত্রলীগের সম্পাদক লাঞ্ছিত : প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সরকারি কলেজের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বেলা ১২টা থেকে প্রায় এক ঘন্টা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কলেজ শাখা ছাত্রলীগ। পরে পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে তারা সড়ক অবরোধ তুলে নেয়।বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক মেহেরপুর শাখায় চালান ফরমের টাকা জমা দেয়ার সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খুদা রুবেলকে লাঞ্ছিত করেন ব্যাংকার মোক্তার হোসেন। এসংবাদ কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ব্যাংক কর্মকর্তা মোক্তার হোসেনের অপসারণের দাবি তুলে দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে ও দু’ধারে ব্যারিকেড দিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্র লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল, ছাত্রলীগ নেতা তরিকুল, সুজন, কিরণ, বখতিয়ার, আল মামুন প্রমুখ বিক্ষোভ এবং সড়ক অবরোধে অংশগ্রহণ করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন জানান, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বেলা ১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন।