মেহেরপুরে শিশু অপহরণ নাটক শেষ : অপহৃত শিশু ফিরে গেলো পিতা-মাতার কাছে : অপহরক লাল ঘরে

মেহেরপুর অফিস: আদালত থেকে অপহৃত শিশু জান্নাতুল ফেরদৌস (১) তার পিতা-মাতার কাছে ফিরে গেছে। আর আদালতের নির্দেশে অপহরক রায়হানকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর থানা পুলিশ উদ্ধার হওয়া শিশু ও অপহরককে আদালতে পাঠালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল ইসলাম ওই আদেশ দেন।

উল্লেখ্য, মরিশাস প্রবাসে থাকার সময়ে ঢাকার জাহাঙ্গীর আলমকে ৪০ হাজার টাকা ধার দেয় বন্ধু মেহেরপুরের মনোহরপুর গ্রামের রায়হান। দুজনে দেশে ফিরলেও ধার পরিশোধ করতে পারেননি জাহাঙ্গীর আলম। এ নিয়ে বন্ধুত্বের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। ওই ৪০ হাজার টাকা উদ্ধারে ঢাকার গুলবাগের বাসা থেকে বন্ধু জাহাঙ্গীর আলমের এক বছর বয়সী কন্যা শিশু জান্নাতুল ফেরদৌসকে অপহরণ করে মেহেরপুরের রায়হান। ধার পরিশোধ করে শিশুকে ফেরত চাইলেও লোভ পেয়ে বসে রায়হানকে। সে শিশুটির মুক্তিপণ হিসেবে জাহাঙ্গীরের কাছে দাবি করে আরো ৭ লাখ টাকা। ঢাকার শাহজাহানপুর থানায় জাহাঙ্গীরের দায়ের করা মামলার সূত্র ধরে অবশেষে গত বুধবার মেহেরপুর জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় এক অভিযানে অপহরক রায়হানকে (২৫) গ্রেফতার হয়। একই সাথে উদ্ধার করা হয় অবুঝ শিশু জান্নাতুল ফেরদৌসকে। আটক রায়হান মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের আসর আলীর ছেলে।