মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

 

মেহেরপুর অফিস: ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে পাঁচজনের কাছ থেকে ১ হাজার ২শটাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গকতাল রোববার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে মেহেরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩’র ১৩৭ ও ১৩৮ ধারায় পাঁচজন মোটরসাইকেলচালককে দোষী সাব্যস্ত করে ১হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। সদর থানার এসআই সালাউদ্দীন পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।