মেহেরপুরে বিএনপির কর্মীসভায় কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী

 বিএনপি-জামায়াতের আন্দোলন ব্যর্থ হয়নি : নতুন করে শুরু হয়েছে

মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পানি উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক বলেছেন, নির্দলীয় সরকারের দাবিতে গত কয়েক বছর মেহেরপুর জেলায় বিএনপি-জামায়াতসহ ১৯ দলীয় জোট যে আন্দোলন করেছে তা স্বাধীনতার সময়ও হয়নি। সারাদেশে যে আন্দোলন হয়েছে তা ব্যর্থ হয়নি, নতুন করে আন্দোলন শুরু হয়েছে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর আন্দোলন শুরু করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। গত কয়েক বছরে জেলায় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী হত্যার প্রতিবাদ জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজি জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আব্দুর রাজ্জাক, আলমগীর খান সাতু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।