মেহেরপুরে পোস্টার টাঙানোর সময় ৫ শিবির কর্মী আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ ৫ শিবিরকর্মীকে আটক করেছে। তাদেরকে আদলতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ভোরের দিকে শহরের শাহাজীপাড়ায় মাহে রমজানের ডাক বিষয়ক পোস্টার লাগানোর সময় পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোরে মেহেরপুর শহরের শাহাজীপাড়া থেকে এএসআই বাবলুর নেতৃত্বে সদর থানা পুলিশ নাশকতা সৃষ্টির আশঙ্কায় ৫ শিবিরকর্মীকে আটক করে। আটককৃতরা হচ্ছে মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার সাইফ হোসেন (২২), মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুল হালিম (২১), সদর উপজেলার শ্যামপুর গ্রামের সোহেল রানা (১৮), চাঁদপুর গ্রামের আশরাফুল (২০) ও ঝাউবাড়িয়া গ্রামের মো. আব্দুল্লাহ (১৮)।

মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় ওই ৫ জনকে আটক করা হয়। তাদের নামে মামলা দায়েরসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।