মেহেরপুরে কাল জামায়াতের আধাবেলা হরতাল

ভারপ্রাপ্ত আমির মাও. তাজউদ্দীন খানসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে আগামীকাল রোবাবার আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে। মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাও. তাজউদ্দীন খানসহ অন্য নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাও. তাজউদ্দীন খানসহ বেশ কিছু নেতাকর্মীকে গত ১৯ সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করে। এছাড়া পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার মেহেরপুর জেলায় অর্ধ দিবস হরতাল আহ্বান করেছে জামায়াত। কাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাও. তাজউদ্দীন খানকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন ও হয়রানি করছে পুলিশ। বৃহস্পতিবার হরতাল পালনের সময় শান্তিপূর্ণ কর্মসূচিতে মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় পুলিশের গুলিতে শিবিরকর্মী দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *