মেহেরপুরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার দাবি ও বিরোধী জোটের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়ন প্রত্যাহারের দাবি ও ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতা-কর্মীরা মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় মানববন্ধন করে। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে মানববন্ধনে বক্তরা বলেন, মেহেরপুর-১ আসনে তৃণমূল নেতা-কর্মীদের দাবি উপেক্ষা করে অরাজনৈতিক ব্যক্তি ফরহাদ হোসেন দোদুলকে মনোনয়ন দেয়া হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফিজুর রহমান মাহবুব, প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *