মেহেরপুরে আজ আধাবেলা হরতাল : ৩ উপজেলায় প্রতিবাদ গণসংযোগ কাল

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বামনপাড়া শ্মশানঘাট এলাকায় যৌথবাহিনীর গুলিতে মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় আজ বুধবার মেহেরপুরে আধাবেলা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফারুক হোসেন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে ওই আহ্বান জানানো হয়। তাতে বলা হয় ‘কথিত বন্দুকযুদ্ধের নামে মেহেরপুর পুলিশ পরিকল্পিতভাবে রোববার রাত ১টা ৫০ মিনিটে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করে। গত রোববার বেলা ৩টায় মেহেরপুর ইসলামী ব্যাংক এলাকা থেকে মেহেরপুর ডিবি পুলিশ তাকে আটক করে। জেলা জামায়াতে ইসলামী এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে আজ বুধবার আধাবেলা হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার জেলার ৩ উপজেলায় তারা প্রতিবাদ গণসংযোগ করবেন বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *