মেহেরপুরের মুজিবনগরে বিদুতস্পৃষ্টে দিনমজুর যুবকের মৃত্যু

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (১৭) নামের এক দিনমজুর যুবকের মুত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি কড়ুই গাছের খড়ি সংগ্রহকালে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, বাগোয়ান ইউনিয়নের মৃত আলীহিম গাজীর ছেলে দিনমজুর শরিফুল ইসলাম খড়ি সংগ্রহের জন্য বাড়ির পাশে আনন্দবাস মিয়া মুনসুর আলী একাডেমীর রাস্তার পার্শ্ববর্তী একটি কড়ুই গাছে ওঠে। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সাথে গাছটি বিদ্যুতায়িত হলে শরিফুলের মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় গ্রামের মানুষ গাছ থেকে তার লাশ নিচে নামায়। প্রতিবেশীরা জানায়, গতকাল লেবারের কাজ না থাকায় রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে তার মৃত্য হয়েছে। তার পিতা প্রায় ১৫ বছর আগে পেটের অসুখে মারা যান। তার বড় এক ভাই, ছোট একটি বোন ও মাকে নিয়ে সুখের সংসার বেধেছিলো। কিন্তু তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *