মেহেরপুরের বিভিন্ন ইটভাটায় অভিযান : এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায়

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন এনডিসি কবীর ও সায়েদ মোমিন মজুমদার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এনডিসি হুমায়ন কবীর জানান, ইটভাটাগুলো লাইসেন্সবিহীন ও কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার কয়েকটি ভাটায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ও কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে সুবিদপুর গ্রামের তারিক ব্রিকসের মালিক দেলবার হোসেন, বাবরপাড়া গ্রামের আলতাব ব্রিকসের মালিক সওকত আলী, মদনাডাঙ্গা গ্রামের এমএম ব্রিকসের মালিক মাহফিজুল হক ও ফতেপুর গ্রামের এইসবি ব্রিকসের মালিক ইউসুফ আলীর কাছ থেকে ৩০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।