মেহেরপুরের গাংনীতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ : আহত ৫

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা শহরে গতকাল সোমবার দুপুর ৩টার দিকে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্রলীগকর্মী সাহেদ হোসেনকে (২০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিজনের নামে দায়ের করা মালার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী বাসস্ট্যান্ডে অবস্থান করছিলো। এ সময় মেহেরপুর জেলা শহরে ছাত্রদলের একটি মতবিনিময়সভা শেষে গাংনী হয়ে বামন্দীর দিকে যাচ্ছিলো ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *