মেহেরপুরের আমঝুপি-রঘুনাথপুর সড়কে ছিনতাই ছিনতাইকারীদের হামলায় পেঁয়াজ ব্যবসায়ী আহত : বোমা বিস্ফোরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-রঘুনাথপুর সড়কে সন্ধ্যারাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পেঁয়াজ ব্যবসায়ীর কাছ থেকে টাকা কেড়ে নিয়ে উপর্যুপরি কুপিয়েছে। প্রতিরোধের মুখে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

জানা গেছে, সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফজল মিয়ার ছেলে সাবদার আলী ও ইছারউদ্দীনের ছেলে রানা মিয়া মেহেরপুরে পেঁয়াজ বিক্রি করে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমঝুপি-রঘুনাথপুর সড়কে খগড়াজল মাঠে পৌঁছুলে ছিনতাইকারীদের কবলে পড়েন। রানার কাছ থেকে ১০ হাজার টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা। সাবদার আলী ও রানার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা রানাকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে রঘুনাথপুর গ্রামের মানুষ জড়ে হয়ে প্রতিরোধ করলে ছিনতাইকারীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রঘুনাথপুর গ্রামের যুবলীগ নেতা ডাবলু মিয়া। সাবদার ও রানাকে গ্রামবাসী উদ্ধার করে। আহত রানাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *