মেসি জাদুতে গ্রুপ শীর্ষে : আর্জেন্টিনা নাইজেরিয়াও শেষ ষোলয়

মেসিরজোড়া গোলে নাইজেরিয়াকে হারিয়ে ৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে এফগ্রুপের চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচ থেকে ৪ পয়েন্টনিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পেল নাইজেরিয়া।

বুধবার রাতে পের্তোআলেগ্রেতে অনুষ্ঠিত খেলায় নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একইসময় অনুষ্ঠিত গ্রুপের অন্য খেলায় ইরানকে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া।

খেলার৩ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন বার্সেলোনার তারকা স্ট্রাইকারলিওনেল মেসি। ডি মারিয়ার একটি শট নাইজেরিয়ার গোলবারে লেগে ঘুরে আসলেদ্বিতীয় প্রচেষ্টা তা জালে জড়ান মেসি। পরের মিনিটেই সমতায় ফেরে নাইজেরিয়া।গোলটি করেন ফিরোজ মোসা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অসাধারণ এক ফ্রি কিকথেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এটি আর্জেন্টাইন অধিনায়কের এইবিশ্বকাপের চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে পরপর আরও দুটি গোল হয়। ৪৭মিনিটে গোল দিয়ে সমতায় ফেরে নাইজেরিয়া। এর ৪ মিনিট পর রোজোর গোলে আবারওএগিয়ে যায় আর্জেন্টিনা। খেলার ৬২ মিনিটে মেসি উঠে গেলে আর্জেন্টিনারআক্রমণভাগ অনেকটাই ঝিমিয়ে পড়ে।