মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল আজ রোববার

স্টাফ রিপোর্টার: মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার দু দিনের মাথায় আজ রোববার ফল প্রকাশ হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক আজ রোববার বেলা ১টায় স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন বলে অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা) অধ্যাপক এবিএম আব্দুল হান্নান জানিয়েছেন। গত শুক্রবার সারা দেশের ২৩টি পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টার এ পরীক্ষা  হয়। এবার ভর্তি পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে, এজন্য আগে প্রয়োজন হতো ২০ নম্বর। সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ১০ হাজার ২২৭টি আসনের বিপরীতে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফরম তোলে ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। এ বছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পায়।