মুজিবনগর বাবুপুর গ্রামে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে  আওয়ামী লীগ নেতা চাঁদ আলীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল সোমবার রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা আ.লীগ নেতা চাঁদ আলীর বাড়ির গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে এলাকাবাসী ছুটে আসে। পরে দুর্বৃত্তরা পালানোর সময় বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মহসিন ঘটনাস্থল পরিদর্শন করে বোমা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। কী কারণে কে বা কারা বোমা হামলা চালিয়েছে এ ব্যপারে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *