মুজিবনগর আনন্দবাস-বাগোয়ান সড়কে একই স্থানে দু বার ছিনতাই

মুজিনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার আনন্দবাস-বাগোয়ান সড়কে বাগোয়ান সারঘরের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ও বোমার ভয় দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার প্রায় আধা ঘণ্টা পর একটি করিমন ছিনতাই করে।

জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে আনন্দবাস গ্রামের ফজলুল হকের ছেলে পলাশ কেদারগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে ৭/৮ জনের একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তার মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তাকে মাঠের মধ্যে একটি গাছের সাথে বেঁধে রাখে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর আনন্দবাস গ্রামের ফজলুর ছেলে সেলিম তার নিজের করিমন নিয়ে বাড়ি ফিরছিলো। একই স্থানে পৌঁছুলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে তার করিমন ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে একই স্থানে বেঁধে রেখে যায়। ছিনতাইকারীরা তাদেরকে অস্ত্র ও বোমার ভয় দেখিয়ে সটকে পড়ে। প্রায় দু ঘণ্টা পর তারা নিজেদের বাঁধন খুলে মুজিবনগর বিজিবি ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। বিজিবি সদস্যরা তাদের পরিবারকে ফোন করলে পরিবারের সদস্যরা তাদেরকে বাড়ি ফিরিয়ে নেন।