মিটার টেম্পারিঙের দায়ে তুলা কারখানার মালিককে জরিমানা

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে বিদ্যুত বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে ওয়েস্ট পাউয়ার জোন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সহযোগিতায় একটি তুলা উৎপাদনকারী কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেজারত ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ওয়েস্ট পাউয়ার জোন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, আহসান হাবিব ও উপসহকারী প্রকৌশলী মাসুম পারভেজ। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী কামরুজ্জামানসহ পুলিশ লাইনের একদল পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানার মালিক সাইদুর রহমান দীর্ঘদিন থেকে মিটার টেম্পারিং করে আসছিলেন। বিষয়টি গোপনে জানতে পেরে বিদ্যুত বিভাগের সহযোগিতায় সেখানে উপস্থিত হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রাথমিকভাবে মিটার টেম্পারিঙের সত্যতা মিললেও বিষয়টি অস্বীকার করেন সাইদুর রহমান। তিনি চ্যালেঞ্জ করলে মিটার পরীক্ষা করে বিদ্যুত বিভাগ। পরে মিটার টেম্পারিঙের আরও প্রমাণ মেলে। ওই অপরাধের দায়ে বিদ্যুত আইন ১৯১০’র ৩৯ (ক) ধারায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় জরিমানা আদায়পূর্বক তাকে সতর্ক করে দেয়া হয়।