মালয়েশিয়া ও সৌদিতে চুয়াডাঙ্গার দুজনের মৃত্যু

মালয়েশিয়ায় মহাম্মদজমার জাহিদুল ইসলাম বেল্টুর মৃত্যুমালয়েশিয়ায় মহাম্মদজমার জাহিদুল ইসলাম বেল্টুর মৃত্যুসরোজগঞ্জ প্রতিনিধি: মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামের কৌদোপাড়ার জাহিদুল ইসলাম বেল্টুর। গতকাল রোববার সকাল ১০টায় তার নিজ গ্রামে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। গতপরশু শনিবার রাতে বেল্টুর  লাশ বিমানযোগে দেশে আনা হয়। রোববার সকাল ৮টায় বেল্টুর লাশ তার নিজ বাড়িতে আনা হয়। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।   জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজমা কৌদোপাড়ার  মৃত ছমির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বেল্টু (৩৭)। ভাগ্যের চাকা ঘোরাতে দীর্ঘ ৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে  রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত ১ আগস্ট অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ৬ দিনের মাথায় গত শনিবার রাতে তার লাশ বাংলাদেশে আনা হয়। ওই রাতে বেল্টুর  লাশ তার স্ত্রী শাবানা খাতুন গ্রহণ করেন। তার লাশ গতকাল রোববার সকাল ৮টার দিকে বাড়িতে নেয়ার পর স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। সকাল ১০টার দিকে মহাম্মদজমা কৌদোপাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মহাম্মদজমা খন্দকারপাড়ার কামরুজ্জামান বাবু নিহত সরোজগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ মহাম্মদজমা খন্দকারপাড়ার কামরুজ্জামান বাবু নিহত হয়েছেন। সৌদি সময় গত ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদির রাজধানী রিয়াদে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে কামরুজ্জামান বাবু (৩৯) নিহত হন।  এলাকাবাসী ও পরিবারসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মৃত কাজী আফসার উদ্দীনের ছেলে কামরুজ্জামান বেল্টু দীর্ঘ ১৫ বছর আগে বাসা বাড়িতে গড়ি চালক হিসেবে সৌদি আবরে যান। দীর্ঘদিন থাকার সুবাদে নিজেই ওল্ডিংয়ের ব্যবসা করার পাশাপাশি নিজের গাড়িতে ভাড়া মেরে বেড়াতেন। গত ৩ আগস্ট নিজ গাড়িতে করে বাসাই ফেরার পথে রিয়াদে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে কামরুজ্জামান বাবু নিহত হন। দুর্ঘটনার খবর জানতে পেরে নিহতের পরিবারে শোকের মাতম। নিহতের ভাই সৌদি প্রবাসী জিয়াউদ্দিন মিন্টু তার লাশ গ্রহণ করে দ্রুত বাংলাদেশে আনার চেষ্টা করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।