মানুষের হাড়-খুলি

স্টাফ রিপোর্টার: সাভারের বহুতল ভবন রানা প্লাজা এলাকায় একটি ধ্বংস স্তূপ থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি মাথার খুলি, শরীরের বিভিন্ন অংগের ১০/১২টি হাড়ের খণ্ড, একটি মোবাইলফোন সেট, একটি পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শেখ বলেন, রানা প্লাজার পেছনে ধ্বংস স্তূপের মধ্যে টোকাই ছেলেরা লোহার টুকরা খোঁজার সময় মাথার খুলি দেখতে পায়। তখন তারা পাশের দোকানিদের বিষয়টি বললে তারা পুলিশে খবর দেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, মাথার খুলির সাথে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে ওবায়দুল কাদের। নিউ ওয়েভ বাটমস লিমিটেড কারখানার সুইং অপারেটর লেখা রয়েছে। সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, উদ্ধার হওয়া মোবাইলফোনটির ভেতরের সিম কার্ড থেকে নম্বর বের করে শনাক্তের চেষ্টা করা হবে।  এ বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। নয়তলার ওই ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩১ জন। ১ হাজার ১১৫ জনকে মৃত অবস্থায় উদ্ধারের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১২ জন। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।