মাংস বিক্রেতা দু সহোদরকে ক্ষুরের পোঁচ

চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারে মদ বিক্রেতার সাথে বাগবিতণ্ডা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নিচের বাজারে আনামুল ও সুমন নামের দু সহোদরকে ক্ষুরের পোঁচে রক্তাক্ত জখম করেছে জিনতলাপাড়ার কয়েক যুবক। গতরাত সাড়ে ১০টার দিকে মদ বিক্রেতা হুকুম আলীর সাথে বাগবিতণ্ডার প্রতিবাদ করতে গেলে প্রথমে আনামুলকে ক্ষুরের পোঁচে জখম করা হয়। তার ভাই সুমন ঠেকাতে গেলে তাকেও ক্ষুরের পোঁচে জখম করে তারা।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের জিনতলাপাড়ার আমির হোসেনের ছেলে আনামুল (৪০) ও সুমন (৩২) বড়বাজার নিচের বাজারের গোমাংস ব্যবসায়ী। গতরাতে হাট থেকে ফিরে দুভাই নিচের বাজারস্থ নিজেদের দোকানের পাশে বসেছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নিচের বাজারের চিহ্নিত মদ-গাঁজা বিক্রেতা হুকুম আলীর সাথে জিনতলাপাড়ার ৪ যুবকের বাগবিতণ্ডা শুরু হয়। পাশে থাকা আনামুল প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে ৪ যুবকের এক যুবক তার হাতে থাকা ক্ষুর দিয়ে আনামুলকে রক্তাক্ত জখম করে। হাতে লাগে ক্ষুরের পোঁচ। বিষয়টি দেখে সুমন ছুটে গেলে তাকেও ক্ষুর দিয়ে পোঁচ মারা হয়। সুমনের হাতে ১০টি ও আনামুলের হাতে ৫-৬টি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই নিজ বাড়িতে ফিরিয়ে নেয়া হয়। রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় নালিশ করার প্রক্রিয়া করা হয়।