মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে মাদক ও গরুসহ ৭ জন আটক : পৃথক ৪ মামলা দায়ের

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৫৮ বিজিবি’র টহল দল মাদক ও গরুসহ ৭ জনকে আটক করেছে। গত শনিবার রাতে এদেরকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক ৪টি মামলা দায়ের হয়েছে।
বিজিবি ও মহেশপুর থানাসূত্রে প্রকাশ, পলিয়ানপুর টহল বিজিবি শনিবার গভীর রাতে গরু পার করার সময় কাজীরবেড় গ্রামের দাউদ ম-লের ছেলে মাহাবুল, মসলেমের ছেলে জসিম, আবু তালেবের ছেলে জামালকেসহ এক জোড়া গরু আটক করে। বাঘাডাঙ্গা বিজিবি একই রাতে বাঘাডাঙ্গা গ্রামের জালাল উদ্দিন ও জসিম উদ্দিনকেসহ দুটি গরু আটক করে। শ্যামকুড় বিওপি একই রাতে আনোয়ার হোসেনকে ৩২ বোতল ফেনসিডিলসহ আটক করে। সামন্তা বিওপি একই রাতে অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে ২৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানায় কর্তব্যরত এসআই সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা মামলার তদন্ত করছে।