মহেশপুর মেয়রের পর এবার প্রতারণার শিকার হলেন এসবিকে ইউপি চেয়ারম্যান

 

মহেশপুর প্রতিনিধি: ঢাকার আঞ্জুমান হাসপাতাল থেকে লাশ মহেশপুরে নিয়ে আসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের বরাত দিয়ে জরুরি সাহয্যের কথা বলে উপজেলার এসবিকে ইউপি চেয়ারম্যানের কাছ থেকে গত শুক্রবার বিকেলে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দিয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের কাছে জানান আপনার এলাকার একজন লোক হাসপাতালে মারা গেছে তার লাশ আঞ্জুমান মফিদুলে হিমঘরে রাখা আছে। লাশটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য জরুরি সাহায্যের প্রয়োজন। এই মুহূর্তে মন্ত্রী বাইরে থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তাই আপনার সাহায্য প্রয়োজন। ইউপি চেয়ারম্যান সাজ্জাদ ঢাকায় অবস্থান করার কারণে বাড়িতে ফোন করে আব্দুস সেলিমের মাধ্যমে একটি নাম্বারে বিকাশ করার পর জানতে পারেন তারা প্রতারকচক্র।

উল্লেখ্য, এর আগে মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খানের কাছ থেকে একই কায়দায় ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র।