মহেশপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

 

মহেশপুরপ্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার বকেয়ার বেতন-ভাতা’র দাবিতে কর্মবিরতি ও মানবন্ধন করেন।

জানাগেছে, মহেশপুর পৌর সভার সকল কর্মকর্তা-কর্মচারীরা ৯মাসের বেতন-ভাতা পাবেন। তারা ঈদকে সামনে রেখে মেয়রের কাছে দু মাসের বকেয়া বেতনের দাবি করেন। কিন্তু কোনো ধরনেরে সাড়া না পাওয়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন এবং পৌর সভার মেন ফটকে তালা লাগিয়ে মানববন্ধন করেন। পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন ও সম্পাদক মহিবুল ইসলাম খাঁন পিন্টু জানান, তাদের দাবিআদায় না হওয়া পর্যন্ত তারা কাজে যোগদান করবেন না। এবিষয়ে পৌর মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খাঁন চুন্নুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাদের দাবি পূরণের চেষ্টা করবেন। তবে রাজস্বখাত থেকে তাদের বেতন-ভাতা হয়। এই মুহূর্তে ওই ফান্ডে তেমন কোনো টাকা নেই। ঈদের আগে তাদের কিছু টাকা দেয়া হবে।