মহেশপুরে ডাকাতিকালে জনতার হাতে তিন ডাকাত আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ডাকাতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক হয়েছে। ডাকাতের দায়ের কোপে গৃহকর্তা মিজানুর রহমান আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি রয়েছে।  

এলাকাবাসীসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার রুলি গ্রামের মিজানুরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির গৃহকর্তা মিজানুর রহমান তাদের সাথে ধস্তাধস্তিকালে বাড়ির অপর সদস্যরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে ডাকাতদলের ঘিরে ফেলে এবং লোকজনের প্রতিরোধের মুখে ডাকাতদল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির গৃহকর্তাকে কুপিয়ে আহত করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ তাদেরকে আটক করে। আটককৃত ডাকাতরা হলো- উপজেলার গাড়াপোতা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইশারুল ইসলাম (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার বকশিপুর গ্রামের ইসমাইল হোসেন ছেলে পিন্টু মিয়া (৩২) ও উপজেলার গুড়দাহ গ্রামের কাওছার আলীর ছেলে দুখে মিয়াকে (৩২) জনগণ উত্তমমধ্যম দিয়ে তাদেরকে পুলিশে দিয়েছে। আহত গৃহকর্তা মিজানুর রহমানকে মহেশপুর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানার আফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, এটাকে ডাকাতি বলে না দস্যুতা বলা হয়। কিন্তু বাদী বলছেন, তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি মোবাইলসেট নিয়ে গেছে।