মহেশপুরে জামায়াতের ৪ নেতা গ্রেফতার

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় যৌথবাহিনী জামায়াতের উপজেলা কর্ম প্রশাসনিক নেতা একতারপুর গ্রামের নাসির উদ্দীন মাস্টার (৫২), পৌর সভার সাবেক কাউন্সিলর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক বেগমপুর গ্রামের নজরুল ইসলামকে (৫০) এবং থানা পুলিশ উপজেলার সুন্দরপুর গ্রামের জামায়াত কর্মী রেজাউল হক (৩৮) ও গোয়ালহুদা গ্রামের জামায়াত সমর্থক আয়ুব হোসেনকে (৪২) গ্রেফতার করে। তাদেরকে গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় ভোটকেন্দ্র পোড়ানো, পুলিশের ওপর হামলা, মূর্তি ভাঙা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *