মহেশপুরে এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার ভোরে উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশি লাল মোহাম্মদ (৩০) নামের একজনকে ধরে নিয়ে গেছে।

বিজিবি ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের আতাহার মণ্ডলের ছেলে লাল মোহাম্মদ ৬১ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি এলাকার লোকজন কুসুমপুর  ক্যাম্পের কোমম্পানি কমান্ডার আব্দুল কাদেরকে জানালে তিনি ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএসকে পতাকা বৈঠকের আহ্বান জানান। ওই দিনই সকাল ১০টায় ৬১ নম্বর মেন পিলারের ৭ নম্বর এসআর পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের কমান্ডার এসআই লাল গোপাল এবং বাংলাদেশের পক্ষে কুসুমপুর কোম্পানি কমান্ডার আব্দুল কাদের নেতৃত্ব দেন। ২০ মিনিটি স্থায়ী বৈঠকে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ লাল গোপাল কোনো বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয় অস্বীকার করে।

প্রসঙ্গত, মঙ্গলবার একই সীমান্ত থেকে শের আলী নামের এক বাংলাদেশকে ধরে নিয়ে গেলেও ফেরত দেয়নি বিএসএফ।