মহান বিজয় দিবস-১৩ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় কুচকাওয়াজ মহড়া সম্পন্ন : ম্যারাথন দৌঁড় আজ

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস-২০১৩ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ওই মহড়া অনুষ্ঠিত হয়। এ বছর মহড়ায় অংশগ্রহণ করে ৫৭টি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, রোভার, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইড, মুকুল ফৌজ, হলুদ পাখি, শরীরচর্চা ও  ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে গতকাল মহড়া অনুষ্ঠানে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে মহড়া অনুষ্ঠানটি পর্যেবেক্ষণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাইফ মাহাবুব, এনডিসি মোহাম্মদ মোখলেছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, আনোয়ার সাদাতসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, মহড়া অনুষ্ঠানে কোনো দল অংশ গ্রহণ না করলে ১৬ ডিসেম্বর কুচকাওয়াজ ও মার্চ-পাস্টের মূলপর্বে কোনো দল বা প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এদিকে আজ রোববার সকাল ৭টা থেকে মহান বিজয় দিবস ম্যারাথন দৌঁড় শুরু হবে। দামুড়হুদার দর্শনা রেলগেট থেকে দৌঁড় আরাম্ভ হয়ে তা জেলা প্রশাসন চত্বরে শেষ হবে।

দামুড়হুদায় বিজয় দিবসের প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় মহান বিজয় দিবসের প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্টেডিয়ামে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার দামুড়হুদা মডেল থানার এসআই ইব্রাহিমের নেতৃত্বে আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজের প্রস্তুতি মহড়ায় অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন, ক্রিড়া শিক্ষক বশীর আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাজির হামিদুল ইসলাম।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ঈদগাহ মাঠে ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় জাতির ৪২তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহাম্মদ, আ.লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল জলিল, লোকমান আলী হালসোনা, শওকত আলী, মিন্টু বিশ্বাস, করিম মিয়া, নুর হোসেন, লিয়াকত আলী মেম্বার, রমজান আলী, শরীফ, গোলাম রসুল, ডা. রবিউল, মুকুল, মিঠু বিশ্বাস, রানা, খালিদ প্রমুখ।