মন্ত্রী বললেন প্রাথমিকের প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি

 

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পেলেও এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।