মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে আজ বাংলাদেশের যেসব স্থানে ঈদ উদযাপিত হচ্ছে

 

স্টাফ রিপোর্টার:সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকে গতকাল রোববার শাওয়াল মাসের চাঁদদেখা গেছে। ফলে আজ সোমবার এসব দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশরেও বেশ কয়েকটি স্থানে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

সাধারণতসৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবেবাংলাদেশে মঙ্গলবার ঈদ হবে। তবে আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না গেলে ৩০রোজা পূর্ণ করে বুধবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মুসলমানরা।বাংলাদেশে অবশ্য চাঁদপুরের ৫০টি, মাদারীপুরে ৫০টি এবং শরীয়তপুরের চার উপজেলার ৩০টির বেশি গ্রামের মুসলিমরা সোমবার ঈদ উদযাপন করবেন।এসবগ্রামের মুসলিমরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দেশের বেশ কিছু স্থানে আজ ঈদুল ফিতর উদযাপিত হবে।চট্টগ্রামেরচন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরিফের অনুসারী বরিশাল ও পটুয়াখালী জেলারলক্ষাধিক পরিবার আজ সোমবার ঈদুলফিতর উদযাপন করবেন।