মঙ্গলে খনিজের সন্ধান পেয়েছে কিউরিওসিটি

 

মাথাভাঙ্গা মনিটর: মঙ্গলগ্রহে পাড়ি দেয়ার পর সবচেয়ে বড় খোঁজ পেলো মার্স রোভার কিউসিওসিটি। মঙ্গলের এক পাহাড় খুঁড়ে সেখান থেকে লালরঙা এক পাউডার জাতীয় জিনিস পাওয়া গেছে। এ পাউডারেই খনিজের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বলে গতকাল বুধবার ইউএস স্পেস এজেন্সি জানিয়েছে। কিউরিওসিটির প্রজেক্টের বিজ্ঞানী জন গ্রটজিঙ্গার বলেন, মঙ্গলের অরবিটাল ম্যাপিংয়ে খনিজের সন্ধানে এই ফলাফল আমাদের উৎসাহিত করেছে। এর ফলে স্পষ্ট হয়ে গেলো লালগ্রহে খনিজের অস্তিত্ব আজ আর নেহাৎ জল্পনা নয়। গত সেপ্টেম্বরে মাউন্ট শার্প-এ খননকার্য চালিয়ে এ খনিজের সন্ধান পেয়েছে কিউরিওসিটি। মঙ্গলপৃষ্ঠের কনফিডেন্স হিলস থেকে সেই নমুনা সংগ্রহ করে রোভারের ভেতরের গবেষণাগারে পাঠানো হয়েছিলো। তখনই দেখা যায়, নমুনায় যে পরিমাণ হেমাটাইটে রয়েছে তা কোনোপাথর বা মাটিতে থাকতে পারে না। গত দু বছরে একসাথে এতোটা হেমাটাইট পাওয়া যায়নি মঙ্গলে। হেমাটাইট আদতে এক ধরনের আয়রন-অক্সাইড মিনারেল যা দেখে বৈজ্ঞানিকদের অনুমান, আদিমযুগে মঙ্গলে খনিজের অস্তিত্ব ছিলো।