ভুট্টা ক্ষেতের মধ্যে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার নবীননগর খালের মাঠে ভুট্টা ক্ষেতে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে রাস্তার শ্রমিকরা দেখলেন লাশ

সরোজগঞ্জ প্রতিনিধিঃ-চুয়াডাঙ্গার সরোগঞ্জ নবীননগর খালের মাঠে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে কালো বোরকা পরিহিত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার দুপুরে রাস্তা পাশে ভুট্টা ক্ষেতের মধ্যে রাখা লাশ উদ্ধার করা হয়।অনেকেই ধারনা পোষন করে বলেছেন ১০/১২দিন পূর্বে হত্যা করে লাশ গুমের জন্য ভুট্টা ক্ষেতের মধ্যে রাখে অজ্ঞাত ঘাতকচক্র।গলিত লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।আজ ময়নাতদন্ত করা হবে।গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।লাশ উদ্ধারের সময় লাশের ৩ফুট দুর থেকে পড়ে থাকা কালো রংয়ের ছালোয়ার উদ্ধার করা হয়েছে।কালো রংয়ের ছালোয়ারটি নিহত ব্যক্তির হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
জানা গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের অদুরবর্তী খালের মাঠে নবীননগর গ্রামের মৃত ক্ষেপা মন্ডলের ছেলে নুরুল ইসলাম নুরুর ভুট্টা ক্ষেতের নিকট গতকাল বুধবার রাস্তা পাকাকরন কাজের শ্রমিকরা দুর্গন্ধ পায়।দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখতে পায় কালো বোরখা পরিহিত মহিলার লাশ।ভিড় জামিয়েছে মাছি।খবর দেয়া হয় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে । সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলিত লাশ উদ্ধার করে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার কনক কান্তি ,চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান,সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম উপস্থিত ছিলেন।এলাকাবাসী লাশ দেখতে তৎক্ষনিকভাবে কেউ শনাক্ত করতে পারেনি।কয়েকদিন আগে হত্যা করে রাখায় এখন তা দেখে চেনার অবস্থা ও নেই।পুলিশ অনেকটাই নিশ্চিত যে কোনো ঘাতকচক্র হত্যা করে লাশ গুমের জন্য ওই স্থানে রেখে গেছে। প্রতিতা বৃত্তি জন্য আসা মহিলা কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।লাশ উদ্ধারের সময় উপস্থিত অনেকেই বলেছে গলিত লাশ দেখে মনে হচ্ছে তার বয়স ২০থেকে ২৫বছর হয়ে থাকতে পারে।তাছাড়া লাশের অদুরে পড়ে থাকা কালো রংয়ের ছালোয়ার উদ্ধার করা হয়েছে ।্ওই ছালোয়ারটি নিহত ব্যক্তির হয়ে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়।আজ ময়নাতদন্ত করা হতে পারে।দুপুরনাগাত লাশ কেউ শনাক্ত না করলে আঞ্জুমান এ মফিদুল ইসলামের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হতে পারে বলে জানিয়েছেন পুলিশ।