ভুট্টা কাটাকে কেন্দ্র করে মারামারি : জমির মালিককে ছুরিকাঘাত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ভোলাড়দাড়ী গ্রামে ক্ষেত থেকে ভুট্টাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ভুট্টাক্ষেতের জমির মালিক আব্দুল মালেককে (৩৫) রক্তাক্ত জখম করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মালেক বর্তমানে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গা ভোলাড়দাড়ী গ্রামের হাজি সাইদুর রহমানের ছেলে আব্দুল মালেক (৩৫) সকালে ভুট্টাক্ষেত দেখতে যান। একই গ্রামের ফটিকের ছেলে মজিবুল (২৮), হাসিবুল (২০) ও সিদ্দিকের ছেলে রমজান জমির মালিক মালেককে মেরে রক্তাক্ত জখম করে। মজিবুল মাঠে ঘাস কাটতে গিয়ে ভুট্টাক্ষেত থেকে ২০/২৫টি ভুটাগাছ কেটে বস্তা ঢোকানোর সময় মালেক দেখে ফেলেন। মালেক মজিবুলকে ভুট্টা কাটার কথা জিজ্ঞাসা করলে মজিবুল ও মালেকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এরপর দুপুরে মালেক মিল থেকে ধানভেনে নিয়ে ফটিকের বাড়ির পাশ দিয়ে আসার সময় মজিবুল ও তার ছোট ভাই হাসিবুল এবং রমজান তাকে ধরে বেধড়ক পেটাতে থাকে। মজিবুল তাকে ছুরি দিয়ে নাকের ওপর আঘাত করলে সে রক্তাক্ত জখম হন। মালেকের প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে আসামি করে আব্দুর মালেক আলমডাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেন। পরে আব্দুর মালেকের অবস্থার অবনতি হলে তাকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়।