ভালাইপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা : ডিলিং লাইসেন্স না থাকায় জরিমানা আদায়

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার  ভালাইপুর মোড়ে লৌহজাত দ্রব্য রড, টিন, সিমেন্ট এসবের আওতায় ডিলিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত ও মু. রেজা হাসানের পরিচালনায় ডিলিং লাইসেন্স না থাকায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫৬ এর ৩ ধারায় নূর ট্রেডার্সের নূর ইসলামের ২ হাজার ও মেসার্স যমুনা হার্ডওয়ারের খাইরুল ইসলামের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময় ভালাইপুর মোড়ের মেসার্স শাহ্ এগ্রো ও লাবণী ট্রেডার্স বন্ধ থাকায় লাইসেন্স করার জন্য আগামীকালের (আজ) মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় দৌলাতদিয়াড় ন্যাশনাল আয়রন কিং এর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরুরিভাবে লাইসেন্স নবায়ন করার আদেশ দেয়া হয় বলে জানা গেছে।