বয়ে যেতে পারে শৈত‌্যপ্রবাহ

 

স্টাফ রিপোর্টার: শীত বিদায়ের আগে চলতি মাসে মৃদু শৈত‌্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় নদ-নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। সেখানে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩০ ডিগ্রি সেলসিয়াস।