ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে : আজ সব ব্যাংক খোলা থাকছে

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের মধ্যেও দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে। আর পরদিন শনিবার সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার তফশিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে।

সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জনস্বার্থে তফশিলি ব্যাংকগুলোর সব শাখা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে আগামী ৭ ডিসেম্বর শনিবার শিল্পঘন এলাকায় তফশিলি ব্যাংকের শাখাগুলো খুলে রাখার যে নির্দেশ দেয়া হয়েছিলো, তা বাতিল করা হয়েছে।

এদিকে তফশিলি ব্যাংকের সব শাখা খুলে রাখা হলেও কাল ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) সেক্রেটারি আবদুল মতিন। তিনি বলেন, পরীক্ষা কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষা পেছানোর আসলেই কোনো সুযোগ নেই। একবার পরীক্ষা পেছানোর কারণে তা দু মাস পরে অনুষ্ঠিত হয়। শাখা পর্যায়ে কর্মকর্তাদের নিজেদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পরামর্শ দেন তিনি। ফলে, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আগের রুটিন অনুসারে সকাল ৯টায় শুরু হয়ে দু বেলায় দুটি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে তফশিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার সাথে আজ বাংলাদেশ ব্যাংকের শাখা কার্যালয়, যাদের সাথে কোনো ধরনের জনসাধারণ ও ব্যাংকের লেনদেন রয়েছে, তা খোলা থাকবে। একই সাথে খোলা থাকবে ঋণ তথ্যসংক্রান্ত ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *