বেলগাছির সাজুকে আটক করে পুলিশে সোপর্দ

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে ইজিবাইক চালকসহ দুজনকে মারধর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে যাত্রী তোলার কারণে এক ইজিবাইক চালক ও তার যাত্রীকে পেটানো হয়েছে। হাসপাতাল চত্বরের কতিপয় ইজিবাইক চালক তাদেরকে মারধর করে। পরে হামলাকারীদের একজনকে এলাকার লোকজন ধরে পুলিশে দেয়। আটক হামলাকারী যুবক সাজু চুয়াডাঙ্গা সদর বেলগাছি মুসলিমপাড়ার মৃত অলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইজিবাইক চালক লিটন তার ইজিবাইক নিয়ে হাসপাতাল চত্বরে আসেন। সেখান থেকে দামুড়হুদা মাদরাসাপাড়ার ওহাব আলীর ছেলে মফিজুল ইসলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য লিটনের ইজিবাইকে ওঠে। সেখানে ইজিবাইক সিন্ডিকেটের কয়েকজন ছুটে এসে বলতে থাকেন বহিরাগত ইজিবাইক এখান থেকে যাত্রী তুলতে পারবে না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলাকারীরা লিটন ও মফিজুল ইসলামকে বেদম মারপিট করে। মফিজুল ইসলাম বলেন, বেলগাছি মুসলিমপাড়ার ফারুক ও একইপাড়ার সাজুসহ ৭-৮ জন ইজিবাইক চালক তাকে মারধর করে ৮ হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনার উপস্থিত লোকজন সাজুকে আটক করে পুলিশে দেয়।