বেগমপুরের উজুলপুর-কোটালী সড়কে সন্ধ্যারাতে ছিনতাই : দুজন আহত

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উজুলপুর-কোটালী সড়কের তালতলা নামক স্থানে দু মোটরসাইকেল আরোহীকে পিটিয়ে আহত করে সোনার চেন নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। লোকজন চলে আসার কারণে মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের আজগার আলীর ছেলে নাইম পারভেজ (১৫) ও আলতাব হোসেনের ছেলে সেলিম (১৭)। এ সময় তারা উজুলপুর-কোটালী সড়কের তালতলা নামক স্থানে পৌঁছুলে ৭/৮ জনের একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা নাইম ও সেলিমকে বেধড়ক মারপিট করে একটি সোনার চেন, নগদ ছয় হাজার, দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোটরসাইকেলটি নেয়ার সময় চিৎকার শুরু করে এবং বিপরীত দিক থেকে আলমসাধুতে করে লোকজন আসা দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত নাইম ও সেলিমকে উদ্ধার করে নেয়া হয় চিকিৎসাকেন্দ্রে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *