বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবুর ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় : ঐক্য প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: যার দু চোখ জুড়ে স্বপ্ন- চুয়াডাঙ্গা বিএনপির ঐক্য, সেই নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ নং যুগ্মআহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মহামুদ হাসান খান বাবু আবারও বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপি গড়তে সর্বোচ্চ ছাড়েও প্রস্তুত। তিনি ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়কালে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বলেন, ঐক্যের তাগিদ সর্বস্তর থেকেই উঠতে হবে।

জানা গেছে, ঈদের পরদিন গত বুধ ও বৃহস্পতিবার জীবননগরের আন্দুলবাড়িয়াস্থ বাসভবনে দিনভর শুভেচ্ছা বিনিময় করে সদালপী বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবু। জীবননগর, বাঁকা, রায়পুর, সীমান্ত, উথলী, মনোহরপুর, দর্শনা, দামুড়হুদা, তিতুদহ, বেগমপুরসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড, গ্রাম কমিটি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বহুভাগে বিভক্ত হয়ে দলকে সর্বনাশ করা চলবে না। ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পৃথক পৃথকভাবে দলীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময়েও মিলিত হন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা সরদার আলী হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, রেজাউল করিম মুকুট, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র হাজি নোয়াব আলী, উথলী ইউপির সাবেক চেয়ারম্যান হাজি সাইদুর রহমান ধন্দু, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, মাহাতাব উদ্দিন চুন্নু, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, হজরত আলী, তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি খন্দকার শওকত আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম চঞ্চল, সেলিম মেহাফুজ মিল্টন, নুরু মিয়া, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক আজিম খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সাবেক চেয়ারম্যান শাহাজান আলী, মুন্সি আবুল কাশেম, কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান সিজার, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-ইমরান সুমন, সাইদুর রহমান বাবু, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন আনার, রাসেল, সোহাগ, শাকিল, আল মামুন, তরিকুল, উজ্জল প্রমুখ।