বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনার শারীরিক অবস্থা উন্নতির দিকে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা আশঙ্কামুক্ত। তবে তাকে বেশ কিছুদিন চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে। ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়াস্থ নিজ বাড়িতে পরশু রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় ঢাকায়। ঢাকায় প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে ডা. দীনমোহাম্মদ ও পরে ওখান থেকে স্কয়ার হাসপাতালে ডা. জাহাঙ্গীরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।এ সময় তার স্ত্রী, সন্তান, জেলা বিএনপির ১ম যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, কৃষিবিদ মাসুদুল হক ঝন্টু ও যুবনেতা শরিফুজ্জামানশরিফসহ শুভানুধ্যায়ীরা তার পাশে ছুটে যান। শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসক বলেছেন, খন্দকার আব্দুলজব্বার সোনা সম্পূর্ণ আশঙ্কামুক্ত, তবে বেশ কিছুদিনে চিকিৎসকের নিবিড়পর্যবেক্ষণেথাকতে হবে। ফলে স্কয়ার হাসপাতালেই তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।