বিএনপি এলে পুনঃতফশিল : সিইসি

স্টাফ রিপোর্টার: বিএনপি নির্বাচনে আসতে রাজি হলে পুনরায় তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন। গত সোমবার ঘোষিত তফশিল স্থগিতের জন্য বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, সমঝোতা যদি হয়, তবে সব ধরনের সুযোগ আছে।

সেনা মোতায়েনের বিষয়ে বৈঠক বৃহস্পতিবার: সেনা মোতায়েনের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সরকারের বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করবে কমিশন। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রয়োজনে বেশি সময় ধরে সেনা মোতায়েন হবে। নির্বাচন কমিশনার জাবেদ আলী এসব তথ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমিশন কার্যালয়ে জাবেদ আলী সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহসহ অন্যদের গ্রেফতারের ঘটনাকে সরকারের রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেন জাবেদ আলী। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। জাবেদ আলী জানান, নির্বাচনী প্রচার উপকরণ অপসারণ এবং সভা-সমাবেশ না করার ব্যাপারে নোটিশ দেবে কমিশন। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারের উপকরণ অপসারণ করতে হবে। নইলে ব্যবস্থা নেবে কমিশন।