বিএনপির ৫ নেতার ৬ মাসের জামিন

 

স্টাফ রিপোর্টার: বিএনপির শীর্ষ ৫ নেতার ৬ মাসের অন্তবর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার, ব্রি. (অব.) আ.স.ম হান্নান শাহ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা দু মামলায় বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার বিকেলে শুনানি শেষে ৬ মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করা হয়। মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক হোসেন জানান, মতিঝিল থানায় পুলিশের গাড়ি পোড়ানোর উসকানিদাতা ও বাংলামোটরে পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেতে আবেদনগুলো করা হলে আদালত শুনানি শেষে মঞ্জুর করেন। তবে আইনজীবীরা জানান, মতিঝিল থানায় আরেকটি বিস্ফোরক আইনের মামলা থাকায় নেতারা এখনই মুক্তি পাচ্ছেন না। তবে হান্নান শাহ ও মীর নাছিরের নামে আর কোনো মামলা না থাকায় তাদের মুক্তিতে বাধা নেই।