বিআরটিএ’র জাকিরের নামে মামলা হওয়ায় চুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের নিন্দা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের সিল ম্যাকানিকস মো. জাকির হোসেনের নামে মামলা হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। জেলা সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিপন মন্ডল যৌথ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, চুয়াডাঙ্গা বিআরটিএ’র সিল ম্যাকানিকস মো. জাকির হোসেন ওরফে হোসেন জাকিরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার কারণে, তিনি অফিসে উপস্থিত হতে পারছেন না। ফলে অফিসে ফিটনেস ও রুটপারমিট নবায়নের কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাকির হোসেন বিগত ২০০১ সাল থেকে চুয়াডাঙ্গা অফিসে জেলার গাড়ির ফিটনেস, রুটপারমিট ও চালকদের ড্রাইভিং লাইসেন্সসমূহ নবায়নে সহযোগিতা করে আসছেন। এসব কাজ অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও সুনামের সাথে করে আসছেন তিনি। কিন্তু গত ১৩ মার্চ দুটি মোটরসাইকেলের একই নম্বর বিষয়ে অভিযোগ ওঠে। যা তার দায়িত্ব না থাকলেও তার নামে অসৎ উদ্দেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে ওই মিথ্যা মামলা থেকে জাকির হোসেনকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’