বাল্যবিয়ের অপরাধে চুয়াডাঙ্গার হানুরবাড়াদী গ্রামে কণের পিতাকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হানুরবাড়াদী গ্রামে বাল্যবিয়ের অপরাধে কণের পিতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের আনসার আলীর ছেলে সেলিম (২২) একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে লতা খাতুনকে (১৩) বিয়ে করে। তারই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯’র ৫ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হলে মেয়ের পিতা মতিয়ার রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান এ রায় প্রদান করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হকসহ সদর থানার একটি টিম উপস্থিত ছিলেন। সাথে সাথে জরিমানার টাকা প্রদান করে মেয়ের পিতা মতিয়ার রহমান।

এদিকে টাকার বিনিময়ে যারা এধরনের বাল্যবিয়ে সম্পাদনা করছে তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান ইউএনও কেএম মামুন উজ্জামান। বাল্যবিয়ে রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।