বাংলাদেশ-ভারত দু দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের দু চেয়ারম্যান দৌলৎগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে আসছেন আজ

 

জীবননগর ব্যুরো: বাংলাদেশ ও ভারত দু দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের দু চেয়ারম্যান জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর পরিদর্শনে জীবননগরে আসছেন আজ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে দুপুরে দু চেয়ারম্যান জীবননগরে এসে পৌঁছুবেন।

জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা জানান, দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মোয়েজ্জদ্দীন আহমেদ দুপুরে ভারতীয় স্থলবন্দর অথরিটির চেয়ারম্যান ওয়াই এস সাচরাওয়াত ও বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মি. আর মাসাকুইকে সাথে নিয়ে জীবননগর উপজেলা পরিষদে এসে পৌঁছুবেন। এ সময় তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। পরে তারা গত ২৪ আগষ্ট উদ্বোধনকৃত দৌলৎগঞ্জ স্থলবন্দর এলাকা পরিদর্শন করতে যাবেন। চ্যাংখালী পয়েন্টে পৌঁছুনোর পূর্বে দৌলৎগঞ্জ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক সমিতির পক্ষ থেকে তাদেরকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সেখানে নেয়া হবে। এখানে অতিথিবৃন্দ পৌঁছুনোর পর অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এমআর বাবু অতিথিবৃন্দদেরকে পূষ্পমাল্য অর্পণ করবেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের পরিদর্শনের পর এ স্থলবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।