বর্তমান প্রজন্মকে বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে হবে

চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

স্টাফ রিপোর্টার: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ ‘এই সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন আয়োজিত ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত মেলা উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় হুইপ ছেলুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মার্চ মাস জাতির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে প্রযুক্তির যুগ বিজ্ঞানের প্রযুক্তি সারা পৃথিবীব্যাপী বিস্তার ঘটেছে। আমাদেরও বিজ্ঞান ও প্রযুক্তির দিকে যেতে হবে। বিশেষ করে বর্তমান প্রজন্মকে বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে হবে। আমাদের ছেলে মেয়েরা একটা পর্যায়ে গেলে তখন তাদের মেধাকে যাতে প্রয়োগ করতে পারে সেদিকে নজর দিতে হবে। একই সাথে করতে হবে উৎসাহিত। আলোচনায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারি। সদর উপজেলা অ্যাসিল্যা- মাসুদ উল আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফিরোজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। মেলায় ১৬ প্রতিষ্ঠানের ১৮ স্টল স্থান পায়। সদর উপজেলার হলরুমে বিকেলে বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। এবারের প্রতিপাদ্য বিষয় বিজ্ঞান ভিত্তি বিজ্ঞান শিক্ষার প্রধান অন্তরায়। বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় আদর্শ উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আনজুম ইসলাম অমি। সিনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ রানার্স আপ হয় চুয়াডাঙ্গা ডিবেটিং সোসাইটি। শ্রেষ্ঠ বক্তা চুয়াডাঙ্গা সরকারি কলেজের ফাহিম আশহাব রশিদ। উপস্থিত বক্তৃতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের জাহিব হাসান, দ্বিতীয় হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবহাতুন ইসলাম সুহা ও তৃতীয় হয়েছে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাহমুদ রেজা। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের তানজিয়া তাসমিন চাঁদনী, দ্বিতীয় হয়েছে একই কলেজের ফাহিম আশহাব রশিদ ও তৃতীয় হয়েছে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের শারমিন সাদিয়া রিচি। আজ সমপনী দিনে পুরষ্কার বিতরণ করা হবে।