বন্ধের দিনে দোকান খোলায় ৫ দোকানির জরিমানা

চুয়াডঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টার: শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন। শ্রম আইন লঙ্ঘন করে দোকান খোলায় চুয়াডাঙ্গা বড়বাজারের একটি সোনার দোকানসহ নিচের বাজারের ৪টি দোকানির জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির নেতৃত্বে গতকাল শুক্রবার বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মোট ৫টি দোকানির ১৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজার নিচেরবাজারের আব্দুস সামাদের সামাদ স্টোর, আব্দুল বারেকের বারেক স্টোর, মুরাদ হোসেনের মুরাদ স্টোর ও আব্দুল হামিদের হামিদ স্টোর গতকাল বিকেলে খোলা ছিলো। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও দোকান খোলার দায়ে শ্রম আইনে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। বড়বাজারের শিল্পী জুয়েলার্স খোলার অপরাধে দোকানি রমজান আলীকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণন আদালতের বিচারক। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে ৪টা পর্যন্ত এ আদালত পরিচালিত হয়। আদালতের সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি বিশেষ দল।