বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ৭ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে গান রচনা করায় এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তন্ময় মল্লিক নামের ওই যুবকের বাড়ি খুলনার দাকোপ থানায়। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ.কে.এম সামসুল ইসলাম গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। সাত বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলাসূত্রে জানা যায়, তন্ময় মল্লিক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে গান রচনা করে তা মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করেন। এই ঘটনায় দাকোপ থানার এসআই জয়নাল আবেদিন বাদী হয়ে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ১৯ মে ২০১৪ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাইবার ট্রাইব্যুনাল। এ মামলায় বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে ১০ জন স্বাক্ষী দেন।