বকেয়া বিল পরিশোধের দাবিতে ঝিনাইদহ সড়ক ভবনে ঠিকাদারদের হামলা ও ভাঙচুর

 

ঝিনাইদহ অফিস: বকেয়া বিল পরিশোধের দাবিতে ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের অফিসে হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ঠিকাদাররা। গতকাল সোমবার দুপুরে জেলা সড়ক ভবনের মেন গেইটের সামনে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় জানালা ও দরজা ভাঙচুর করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেন ঠিকাদাররা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। বিক্ষোভ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার অশোক ধর, সরওয়ার জাহান বাদশা, সোহরাব হোসেন, আবদুল হাকিম, রাশিদুর রহমান রাসেল, বাবুল আজাদ বক্তব্য রাখেন। এদিকে ঠিকাদারদের বিক্ষোভের কারণে অফিসের ভেতরে ঢুকতে না পেরে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

ঝিনাইদহ ঠিকাদার সমিতির আহ্বায়ক অশোক ধর জানান, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০০৯-১০ অর্থ-বছর থেকে ২০১২-১৩ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সড়ক ও মহাসড়ক নির্মাণ কাজের প্রায় ৮ কোটি টাকার বিল পাওনা রয়েছে। বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছেন না। ফলে ঠিকাদাররা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। দীর্ঘদিন ধরে তারা পাওনা টাকার দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন।