ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

মাথাভাঙ্গা মনিটর: চোট আর বাজে ফর্ম মিলিয়ে ২০১৩ সালটা ভীষণ খারাপই কেটেছে রজার ফেদেরারের। গত বছর ঘরে তুলতে পেরেছিলেন একটি মাত্র শিরোপা। ভেবেছিলেন, দুঃসময়কে অস্ট্রেলিয়ান ওপেনেই পেছনে ফেলবেন। এ কারণে সুইডেনের সাবেক এক নম্বর স্টেফান এডবার্গকে কোচও করেছেন। কিন্তু তা আর হলো কই? রাফায়েল নাদালের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে সাফল্যের স্বপ্নটাকে মাটিচাপাই দিতে হলো সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিককে। যে হাতে ৱ্যাকেট চালান, নাদালের সেই হাতে ফোসকা পড়েছিলো আগেই। ক্ষতহাতেই কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। আজ মহারণে নাদালকে কেবল ফেদেরারের বিপক্ষেই খেলতে হয়নি, একই সাথে খেলতে হয়েছে হাতের চোটের বিপক্ষেও! কিন্তু মনে জোর থাকলে শত বিপত্তিও কি আটকাতে পারে প্রকৃত বীরকে? নাদালকেও পারেনি। ফেদেরারকে ৭-৬ (৭-৪), ৬-৩,৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা। সেখানে আগে থেকে অপেক্ষা করছেন স্তানিসলাস ভাভরিঙ্কা। ম্যাচে নাদালের আনফোর্সড এরর ছিল ২৫টি, ফেদেরারের ৫০টি। নাদালের মোট পয়েন্ট ১০৫, ফেদেরারের ৮৬। আসলে সাম্প্রতিক সময়ের ফর্ম, পরিসংখ্যান, ইতিহাস কোনোটিই ফেদেরারের পক্ষে ছিলো না। অস্ট্রেলিয়ান ওপেনে এটি দুজনের তৃতীয় সাক্ষাত। এ টুর্নামেন্টে এ নিয়ে টানা তিনবারই জিতলেন নাদাল। এছাড়া ২০০৭ সালের উইম্বলডনের পর কোনো গ্র্যান্ডস্লামেই নাদালের বিপক্ষে জিততে পারেননি ফেদেরার। এছাড়া দুজনের লড়াইয়ে ক্লে ও হার্ড কোর্টের মুখোমুখি লড়াইয়েও নাদাল বরাবারই এগিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনের হার্ড কোর্টে আজও জিতে নাদাল নিজের শ্রেষ্ঠত্বই স্মরণ করিয়ে দিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *