প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমানের বিরুদ্ধে মেহেরপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর বিচার দাবি করেছে জেলা ছাত্রলীগ।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কর্মসূচি পালন করে। মেহেরপুর সরকারি কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কোর্ট সড়কস্থ মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদা রুবেল প্রমুখ। অফিস ঘেরাও কর্মসূচি শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা শহর সমাজসেবার ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান।

উল্লেখ্য, সোনাগাজি উপজেলা বিএনপি নামের একটি ফেসবুক একাউন্ট থেকে প্রকাশিত শেখ হাসিনার বিকৃত ছবি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন মেহেরপুর শহর সমাজসেবা অফিসার মো. আতাউর রহমান।